আমান উল্লাহ ,বাঁশখালী নিউজঃ
বাঁশখালীতে বিভিন্ন এলাকায় উৎপাধিত বিভিন্ন ধরণের সবজি প্রতি দিন রপ্তানি হচ্চে চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। এই সব সবজি গুলো পাইকারী ব্যবসায়ীরা প্রতি দিন বাঁশখালীর বিভিন্ন বাজার থেকে ক্রয় করে তা দেশের বিভিন্ন জায়গাই পাইকারী দরে বিক্রী করছে। বাঁশখালীতে বর্তমানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, ফল,গাজর, লাল শাক, বেগুন,পুই শাক,পরাশ শিম, লাউ,তীত করলা,মিষ্টি কুমড়া সহ নানা ধরণের সবজি বাজারে পাওয়া যাচ্চে। এছাড়া ও শীতকালীন মরিচ,খিরা ( শশা) ধনিয়া,অাঁখ,পেলন ডাল, গোল অালুসহ তাকলেও এগুলো তেমন প্রচুর পরিমাণ পাওয়া যাচ্চে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার বাঁশখালীতে ২৭০ হেক্টর বেগুন,১৬০ হেক্টর টমেটো, ৬৩ হেক্টর মূলা,৬১ হেক্টর বরবটি,২৪০হেক্টর শিম,৭৬ হেক্টর লাউ,৩৫ হেক্টর তীত করলা,
১৫ হেক্টর মিষ্টি মুকড়া,৩২ হেক্টর লাল শাক,৪০ হেক্টর মূলা শাক ছাড়া ও ফুলকপি, বাঁধাকপি, অাখ,ধনিয়া,শীতকালীন শশা, ও অালুসহ হয়েছে। যাহা বর্তমানে বাজারে বিভিন্ন দামে বিক্রী হচ্চে। বাজার সূত্রে যানা যায় বাজারে প্রতি দিন নতুন নতুন সবজি বাজারে অাসতে থাকায় পূর্বের চেয়ে বর্তমানে দিন দিন দাম কমতে শুরো করেছে। বর্তমানে বাজারে ফুলকপি,৩০,বাঁধাকপি, ২০, টমেটো ৩০,শিম,৩০,অালু ৩০টাকা থেকে ৪০টাকা দরে বিক্রী হচ্চে। বেগুন প্রতি ভার ১২শ থেকে শুরু করে ১০০০ হাজার, তীত করলা ১৫শ থেকে ২ হাজার টাকা, ফল ৫শত থেকে ২ হাজার টাকায় ভার প্রতি বিক্রী হচ্চে বাঁশখালীর হাটবাজার গুলোতে। বাঁশখালীর প্রধান সড়কের দুই পাশ্বে গড়ে উঠা প্রতি দিন সকাল বিকালের দক্ষিনে প্রেম বাজার,নাপোড়া বাজার,চাম্বল বাজার,টাইম বাজার,উপজেলা সদর,মিয়ার বাজার,বৈলছড়ী বাজার,কালীপুর, গুনাগরি, সাধনপুর, বাণীগ্রাম বাজার সহ প্রায় বাজারে পাইকারী তরকারি ও শাকসবজি প্রচুর পরিমাণ পাওয়া যাচ্চে। যাহা বাঁশখালী অানোয়ারা সহ চট্রগ্রাম শহর ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ভূমিকা রাখেছে। এদিকে বিভিন্ন বাজারে বিভিন্ন সবজি বিক্রী করতে অাসা লোকদের কথা বলে জানা যায়, প্রতি বছরের চেয়ে এবছরে সব কিছু অামাদের অনেক গুণ ভালো ফলন হয়েছে, দাম ও অায়ত্তের মধ্যে রয়েছে,কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে অামাদের কে অারো কিছু বিভিন্ন বিশষ নিয়ে অামাদের কে অারো একটু বেশি প্রশিক্ষণ দেয় তাহলে অামারা সামনে অারো উপকৃত হবো এটাই অামাদের অাশা।
১৫ হেক্টর মিষ্টি মুকড়া,৩২ হেক্টর লাল শাক,৪০ হেক্টর মূলা শাক ছাড়া ও ফুলকপি, বাঁধাকপি, অাখ,ধনিয়া,শীতকালীন শশা, ও অালুসহ হয়েছে। যাহা বর্তমানে বাজারে বিভিন্ন দামে বিক্রী হচ্চে। বাজার সূত্রে যানা যায় বাজারে প্রতি দিন নতুন নতুন সবজি বাজারে অাসতে থাকায় পূর্বের চেয়ে বর্তমানে দিন দিন দাম কমতে শুরো করেছে। বর্তমানে বাজারে ফুলকপি,৩০,বাঁধাকপি, ২০, টমেটো ৩০,শিম,৩০,অালু ৩০টাকা থেকে ৪০টাকা দরে বিক্রী হচ্চে। বেগুন প্রতি ভার ১২শ থেকে শুরু করে ১০০০ হাজার, তীত করলা ১৫শ থেকে ২ হাজার টাকা, ফল ৫শত থেকে ২ হাজার টাকায় ভার প্রতি বিক্রী হচ্চে বাঁশখালীর হাটবাজার গুলোতে। বাঁশখালীর প্রধান সড়কের দুই পাশ্বে গড়ে উঠা প্রতি দিন সকাল বিকালের দক্ষিনে প্রেম বাজার,নাপোড়া বাজার,চাম্বল বাজার,টাইম বাজার,উপজেলা সদর,মিয়ার বাজার,বৈলছড়ী বাজার,কালীপুর, গুনাগরি, সাধনপুর, বাণীগ্রাম বাজার সহ প্রায় বাজারে পাইকারী তরকারি ও শাকসবজি প্রচুর পরিমাণ পাওয়া যাচ্চে। যাহা বাঁশখালী অানোয়ারা সহ চট্রগ্রাম শহর ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ভূমিকা রাখেছে। এদিকে বিভিন্ন বাজারে বিভিন্ন সবজি বিক্রী করতে অাসা লোকদের কথা বলে জানা যায়, প্রতি বছরের চেয়ে এবছরে সব কিছু অামাদের অনেক গুণ ভালো ফলন হয়েছে, দাম ও অায়ত্তের মধ্যে রয়েছে,কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে অামাদের কে অারো কিছু বিভিন্ন বিশষ নিয়ে অামাদের কে অারো একটু বেশি প্রশিক্ষণ দেয় তাহলে অামারা সামনে অারো উপকৃত হবো এটাই অামাদের অাশা।
0 মন্তব্যসমূহ