নগরির সদরঘাট এলাকা থেকে নব্য জেমবির দুই সদস্য আটক

কামরুজ্জামানঃ
নগরির সদরঘাট থানায় আত্মঘাতি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। এসময় দুটি সোসাইডাল ভেস্ট, ১০টি তাজা বিস্ফোরক সহ নব্য জেমবির দুই সদস্যকে আটক করা হয়। 

আজ নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডিবি উত্তর জোনের ডিসি হাসান মোহাম্মদ শওকত আলী সাংবাদিকদের ব্রিফিং এ জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলার চালিয়ে বাহিনীর মনোবল ভেঙ্গে দেয়ার টার্গেট নিয়ে গত দু'মাস আগে জঙ্গিরা নগরির পূর্ব মাদারবাড়িরর একটি ভাড়া বাসায় আস্তানা গড়ে তুলে। গতরাতে তাদের আস্তানায় অভিযানে সদরঘাট থানায় হামলার পরিকল্পনা-সম্বলিত টার্গেট ওয়ান লেখা মানচিত্র পাওয়া গেছে। এছাড়া ৮টি অবিষ্ফোরিত হ্যান্ড গ্রেনেড, ২টি বোমা, ২টি সুইসাইডাল ভেস্ট, একটি মোবাইল ও একটি ট্যাবও পাওয়া গেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ