দুইটি লাইন মনের গহীন পুঁতে রেখে আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি,চালিয়ে যাবো।আজ আবারো একটি সত্য কথা বলছি,প্রবাসী কল্যান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির মালিকানাধীন অনেকগুলো স্কুল কলেজ সরকারের শিক্ষানীতিমালা অমান্য করে সীমাহীন শিক্ষা বানিজ্য চালাচ্ছে তা চট্টগ্রামবাসী জানেন।জামায়াত বিএনপির শত শত স্কুল কলেজের মতো এই মন্ত্রী মহোদয়ের স্কুল কলেজগুলোর শিক্ষা বানিজ্য নিয়ে চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগ প্রতিবাদ ও আন্দোলন করায় আমার বিরুদ্ধে আরো এক দফা দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
আমি স্পষ্ট ভাষায় বলছি,
"নারী বাড়ি গাড়ির লোভ দেখিয়ে রনি'কে যেমন কেনা যায়নি তেমনি এসব অসত্য মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করে আমাকে দমানো যাবেনা।যদি চিটাগাং শহরের একটি স্কুল কলেজ আমার বিপক্ষে কখনো এমন অভিযোগ উত্তাপন করে সেদিন থেকে আমি রাজনীতি থেকে বিদায় নিয়ে নেব"
"নারী বাড়ি গাড়ির লোভ দেখিয়ে রনি'কে যেমন কেনা যায়নি তেমনি এসব অসত্য মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করে আমাকে দমানো যাবেনা।যদি চিটাগাং শহরের একটি স্কুল কলেজ আমার বিপক্ষে কখনো এমন অভিযোগ উত্তাপন করে সেদিন থেকে আমি রাজনীতি থেকে বিদায় নিয়ে নেব"
উল্লেখ্য,মাননীয় মন্ত্রী মহোদয়ের পুত্রবধূর পরিবারের মালিকানাধীন এই দৈনিক যুগান্তর পত্রিকাটি।অর্থ্যাৎ পত্রিকাটির মালিক যমুনা গ্রুপের মালিক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সাহেব।যার মেয়ের সাথে মন্ত্রী মহোদয়ের ছেলের বিয়ে হওয়া ও আত্মীয়তার সুবাদে এ পত্রিকাটি মন্ত্রী মহোদয়ের গুনধর পূত্রধনরা তাদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করছে।
শিক্ষাখাতে অবদান রাখার কারনে মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি সাহেবকে ইউনেস্কো থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছিলো।মন্ত্রীর সেই অর্জিত গর্বিত ও অনন্য সম্মান ধূলায় মিশিয়ে দিতে তার বংশধররা যতেষ্ট নয় কি ?
লেখকঃ নুরুল আজিম রনি
সাধারন সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।
0 মন্তব্যসমূহ