গুনাগরীতে বে-সরকারি হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে ধুম্রজাল তদন্ত কমিটি গঠন

বাঁশখালী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মোহাম্মদ রবিউল প্রকাশ গুরা বাইশ্যা (১০) নামের এক শিশুকে গত মঙ্গলবার মারা গেছে। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর রাত৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পিতা মোজাম্মেল হকের অভিযোগ, গুনাগরিএলাকায় একটি বেসরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রমের জন্য ডাক্তার তার শরীরে ইনজেকশন পুশ করেন।কয়েক ঘণ্টা পর হাসপাতালের ঐ ডাক্তার ছেলেটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আগেইশিশুটির মৃত্যু হয়েছে বলে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টিহলে সিভিল সার্জনের নির্দেশে বাঁশখালী হাসপাতালের টিএইচও ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হবে বলেজানিয়েছেন। জানা যায়, গন্ডামারা ইউনিয়নে পশ্চিম বড়ঘোনা গ্রামের মোজাম্মেল মাঝির ছেলে রবিউল প্রকাশ গুরা বাইশ্যাঅসুস্থ ছিল। তার নিতম্বের ফোঁড়া (টিউমার) অপারেশনের জন্য বাঁশখালী হাসপাতালে না নিয়ে গুনাগরীর এলাকায়একটি বেসরকারি হাসপাতালে গত মঙ্গলবার ভর্তি দেয়া হয়। বেসরকারি হাসপাতালের চিকিকৎসকদের পরামর্শঅনুযায়ী চিকিৎসা কার্যক্রমের জন্য শিশুটির পিতা মোজাম্মেল হকের সাথে ৮ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। এসময়রোগীর উন্নত চিকিৎসার জন্য ৪ হাজার টাকার ঔষুধ কিনে দেয়া হয়। বেসরকারি ঐ হাসপাতালের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন এ ব্যাপারে বলেন এটা হাসপাতালের আউটডোররোগী। ডা. ফরিদ উদ্দিন ইনজেকশন পুশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম পাঠিয়ে দেয়। ঐখানে মৃত্যুর ঘটনাঘটেছে। বাঁশখালী সাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) কামরুল আজাদ বলেন, গন্ডামারার একশিশু বেসরকারি হাসপাতালে মৃত্যুর সংবাদ সিভিল সার্জন স্যারের মধ্যমে শুনেছি। আমরা বিষয়টি খোঁজ খবরনিচ্ছি। মৃত্যুর সংবাদটির রহস্য জানতে ৩ সদস্যবিশিষ্ট (আজ বৃহস্পতিবার) তদন্ত কমিটি গঠন করা হবে।বেসরকারি হাসপাতালের অপারেশন অনুমতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেসরকারি হাসপাতালে অপারেশন করার কথা নয়। যদি হাসপাতালটির লাইসেন্সও থাকে যদি ভুল চিকিৎসায় মৃত্যুহয় তাহলে তদন্তের প্রয়োজন।
/পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ