বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল যেন এক মৃত্যুকুরী হিসেবে পরিচিত

বাঁশখালী নিউজ,মোঃআরফাতুল ইসলামঃ
বাঁশখালী ৫নং কালীপুর ইউনিয়নের গুনাগরী রামদাশ মুন্সির হাট আশ্রম গেইটের পষ্চিম পার্শে মেইন সড়কে অবস্থিত বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল।মন ভরা স্বপ্ন এবং বুক ভরা সাহস নিয়ে বাঁশখালী বাসীর সমর্থনে সাধারণ ,গরীব ,দুঃখী ,মেহেনতি মানুষের স্বার্থে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে শ্রম ,বুদ্ধি ,অর্থ দিয়ে ১৭ ই মার্চ ২০১৭ ইং মাঠে নেমেছেন হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান গরীব দুঃখী মেহেনতি মানুষের প্রিয় মুখ ,জনকল্যানে যার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তিনি হলেন জনাব এডঃ মোহাম্মদ নাছের ।তিনি এ হাসপাতালটি করার উদ্দোক নিয়েছিলেন যাতে তার এলাকার কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায় ,কোন মানুষ যাতে বলতে না পারে আমার মা ,বাবা ,ভাই ,বোন বা কোন আত্মীয় স্বজন চিকিৎসার অভাবে মারা গেছে ।তিনি এ কথাটিও বলেছেন যে টাকা না থাকতে পারে কিন্তু চিকিৎসার অভাবে মারা যেতে পারবে না।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ,যেটি করতে চেয়েছে ঠিক তার উল্টোটা হয়েছে ।কারণ মানুষ বড় নিষ্টুর ,যাদের জন্য এত কিছুর আয়োজন তারাই দুর্নাম ছড়ায়।কেউ একটা ভালো কাজ করলে সেটির খারাপ দিক খোজার জন্য ব্যস্ত হয়ে পড়ে ।কোন প্রতিষ্ঠান চায়না তার প্রতিষ্ঠানের দুর্নাম হোক,চায় সুনাম বাড়াতে ।যে মানুষটি সঠিক চিকিৎসার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন , যার স্বপ্ন মানুষের সেবা করা সেখানে তো ভূয়া চিকিৎসার কোন প্রশ্নই উঠেনা । তবে এটি একটি ভুল হতে পারে ,ভূয়া হতে পারেনা ।
আসুন সবাই নিজের ভুল সুদৃয়ে নিয়ে একসাথে দেশের মানুষের জন্য লড়ি ,একটি সোনার বাংলাদেশ গড়ি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ