নিউজ ডেস্কঃ
সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (১ জানুয়ারী) বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা। সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ। বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়া সরকার শিক্ষা খাতকে গুরুত্বসহকারে নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রথমে বাঁশখালী বালিকা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
সুত্র: আমার বাঁশখালী.কম
0 মন্তব্যসমূহ