মোহাম্মদ বেলাল উদ্দিন,সহ-বার্তা সম্পাদকঃ
দক্ষিণ বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৮সালের এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে আজ ২৯ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়।এতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্র মনির উল্লাহ।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সমীর কান্তি সুশীলের সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মাবুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন শরীফি,সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন,সহকারি শিক্ষক লিটন কান্তি শীল,সহকারি শিক্ষক হোছাইন মামুন,প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,সাধারণ সম্পাদক রাসেল আকমল প্রমুখ।প্রধান অতিথি নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, "ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা অনেক পরীক্ষায় অংশগ্রহণ করেছ।
পরীক্ষা সম্বন্ধে তোমাদের অনেক আইডিয়া হয়ে গেছে।ভালো করে প্রশ্নের উত্তর লিখবে।সৃজনশীল প্রশ্নের দিকে একটু বিশেষ নজর দিবে।আগে পুরো প্রশ্নটা ভাল করে পড়বে।আর মাত্র ২দিন সময় আছে।এখন থেকে ভাল করে প্রস্তুতি নাও"।আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য বলেন,"তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।তোমরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে।ভালো করে লেখাপড়া করে মানুষের মত মানুষ হও"।এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন,"আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান।বিদায় দুই প্রকার।১.চির বিদায়,২.ক্ষণিকের জন্য বিদায়।বিদায় দিতেও হয়।আবার বিদায় নিতেও হয়।তোমরা ভাল করে লেখাপড়া কর।সবাই যাতে ভাল ফলাফল বয়ে আনতে পার।বিদ্যালয়ের যাতে সুনাম হয়।"তিনি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন,"বিদ্যালয়ের সম্মান যাতে ক্ষুণ্ব হয়;এরকম কাজ থেকে বিরত থাকবে।ভাল করে লেখাপড়া করে মানুষের মত মানুষ হও।শিক্ষকদের সম্মান করবে।তাদের কথামত চলবে।শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।"
1 মন্তব্যসমূহ
সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল।
উত্তরমুছুন