বাঁশখালী রাজনীতি মাঠের বিরোধপূর্ণ দুইনেতা সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন এর ২০ জানুয়ারি সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মরহুম সুলতান উল কবির চৌধুরীর মেজবানে পাশাপাশি বসা এবং আলাপকালে হাস্যোজ্জল একটি ছবি মুঠোফোনে ভাইরাল হয়েছে। কিছুদিন পূর্বেও এই দুই নেতার রাজনৈতিক বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলায় আসামিও হয় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। জানা যায়, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সহ–সভাপতি, মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ মরহুম সুলতান উল কবির চৌধুরীর স্মরণে পরিবারের পক্ষ থেকে মেজবানের আয়োজন করা হয়। মেজবানে মহানগর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সিনিয়র নেতাদের এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সিআইপি, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ট পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, বাঁশখালীর সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন আহমদ রবি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম টিপু সুলতান,পার্থ সারথী চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ