জে এম নাঈম হাসান,ভোলাঃ
দ্বীপ জেলা ভোলায় নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। আগামীকাল মঙ্গলবার ২ দিনের সফরে ভোলায় যাবেন।
ভোলার চরফ্যাশনে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধনের পর পর অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ভবনের উদ্বোধন শেষে বিকেলে টি বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। রাতে চরফ্যাশনের চর কুকরী মুকরীতে নবনির্মিত একটি রেস্ট হাউজে রাত্রি যাপন করবেন তিনি।
জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাসনের ‘চর কুকরী-মুকরী’তে সরকারিভাবে ইকোপার্ক গড়ে তোলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইকোপার্ক স্থাপনে উদ্ভিদ, প্রাণী প্রজাতি রক্ষা, বন্য প্রাণীর আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র উন্নয়ন সম্ভব হবে।
রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১ হাজারের উর্ধ্বে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তাকর্মীরা কাজ করবেন।
রাষ্ট্রপতির সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
0 মন্তব্যসমূহ