ক্রাইম রিপোর্টার ,বাঁশখালী নিউজঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পুলিশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ১৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা ও ৪ লাখ টাকার চেক নিয়ে ভূয়া নিয়োগপত্র দিয়ে ধরা পড়েছে নোয়াখালী ও জামালপুরের হাজিপুরের দুই প্রতারক।জামালপুর সদর উপজেলার হাজিপুর ফকিরপাড়া গ্রামের ভুক্তভোগীরা সোমবার রাতে ওই দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী রতন মিয়ার বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।জানা গেছে, গ্রেপ্তার বুরহান উদ্দিন (৪০) নোয়াখালী জেলার মীর ওয়ারিশপুর গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের ছেলে। তার সহযোগী আমজাদ হোসেন (৪২) জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আমজাদ হোসেন ঢাকায় কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ১৬৭ নম্বর বাসার তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত রয়েছেন।অভিযোগে জানা গেছে, নোয়াখালীর বুরহান উদ্দিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম সামসুল আরেফিন সিদ্দিকের ঘনিষ্ঠ লোক পরিচয়ে ও তার সহযোগী জামালপুরের আমজাদ হোসেনকে নিয়ে হাজিপুরের ফকিরপাড়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতে।
0 মন্তব্যসমূহ