আব্দুল করিম লতিফী
দু এক দিন ধরে মোরা শুনতে যে পাই
ক্ষমতাধরদের এক জয়গান.
নব যুদ্ধপরাধীর সারিতে নাকি এসেছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
শহীদ জিয়া যুদ্ধপরাধী না হয়ে
ঘোষক হলো বলে কথা.
তাই তো ক্ষমতাধরদের তা নিয়ে
আজো এতো মাথা ব্যাথা,
আজ স্বাধীনতার ৪৬বছর পর এসে
যদি হয় জিয়া অপরাধী.
তবে মুজিব কেন জিয়া কে পদক দিল
তা কি মোরা জানতে পারি?
যদিও শহীদ জিয়া কে নাটক সাজায়ে
বানায় দেশ দ্রোহী যুদ্ধপরাধী.
মনে করি তবে তিনি শুধু একা হবে না
সাথে হয়েছে যারা শহীদ বা গাজি।
আমি জানি ক্ষমতাধররা ইতিহাসে নয়
পাতিহাঁসে খুবই বিশ্বাসী.
তাই সেই "বেঙ্গল রেজিমেন্ট" কে এনে
পাতিহাঁসকে কর কোরবানি,
0 মন্তব্যসমূহ