ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ বাঁশখালী উপকূলের লবণ চাষীরা

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে চলতি মৌসুমে ১২হাজার একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে।বৈরী আবহাওয়া ও লবণের দাম কম হওয়ায় হতাশ লবণ চাষীরা।মৌসুমের শুরু থেকে ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা তারা।চলতি লবণ মৌসুমে এক কানি জমি লাগিয়ত হয়েছে ৫০ থেকে ৫৫হাজার টাকা করে।অন্যদিকে জমিদারের খাজনা পরিশোধ,ব্যাংক থেকে লোন নিয়ে লবণ চাষ করে এ উপকূলের লবণ চাষীরা।মৌসুমের শুরু থেকে প্রতিমণ লবণ ৩০০-৩৫৫টাকায় বিক্রি হচ্ছে।অপরদিকে বৈরী আবহাওয়ার কারণ ব্যাহত হচ্ছে লবণ উৎপাদন।সর্বশেষ গত রবিবার থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজ মঙ্গলবারও হচ্ছে।গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পলি বেডে মজুদ থাকা চাষীদের উৎপাদিত লবণ।একদিকে ন্যয্যমূল্য না পাওয়া অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে লবণ চাষী মহলে নিরব কান্না চলছে।এমতাবস্থায় দেশের লবণ শিল্পে ধ্বস নেমে এসেছে।এই বছর বাঁশখালীতে ১২হাজার একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে।তৎমধ্যে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী,ছেলবন,ছোট ছনুয়া,আবাখালী,মধুখালী,ছেমটখালী,বালুখালী,পশ্চিম পুঁইছড়ি,শেখেরখীল লালজীবন,শীলকূপের পশ্চিম মনকিচর,চাম্বলের ডেপুটি ঘোনা,সরলের মিনজিরিতলা খানখানাবাদে ব্যাপক লবণ চাষ হয়।৩৯২ বর্গকিলোমিটারের বিশাল উপজেলা বাঁশখালী।বাঁশখালী ভূ-প্রকৃতির দিক দিয়ে দুইভাগে ভাগ করা যায়।১.পশ্চিম বাঁশখালী ২.পূর্ব বাঁশখালী।পশ্চিম বাঁশখালীর মানুষ লবণ উৎপাদন,চিংড়ি ঘেরে চিংড়ি চাষ,বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে।আবার পূর্ব বাঁশখালীর মানুষ সবজির আবাদ করে জীবিকা নির্বাহ করে।অপরদিকে পশ্চিম বাঁশখালীর জনসাধারণের জীবিকার প্রধান উৎস লবণ শিল্পে ধ্বস নামায় দিশেহারা চাষীরা।জমিদারের খাজনা পরিশোধ,ব্যাংক থেকে লোন নেওয়া টাকা কিভাবে পরিশোধ করবে;সে চিন্তায় দিনাতিপাত করছে বাঁশখালী উপকূলের দরিদ্র লবণ চাষীরা।কারণ,তারা আশানুরুপ দাম পাচ্ছেন না লবণের।বাঁশখালীর ছনুয়া খুদুকখালী গ্রামের প্রান্তিক লবণ চাষী মোঃ কামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন,"গত বছরের তুলনায় এবছর লবণের দাম অনেক কম।আমি ব্যাংক ঋণ নিয়ে লবণ মাঠ লাগিয়ত নিয়েছি মহাজনের কাছ থেকে।তাছাড়া পলিথিন কিনেছি এক আত্নীয়ের কাছ থেকে টাকা হাওলাদ করে।এখন সে টাকাগুলো কিভাবে পরিশোধ করব,সে চিন্তায় আছি।এমন অবস্থা চলতে থাকলে পথের ভিখারি হব।"
এদিকে লবণের ন্যায্যমূল্য পেতে লবণ চাষীরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ