তাপ বিদ্যুৎ প্রকল্প বিষয়ে গণ্ডামারা বাসীর সাথে

নিউজ ডেস্কঃ
এস আলম পাওয়ার প্ল্যান্টের তাপ বিদ্যুৎ প্রকল্পের কয়লা পরিবহন কার্যক্রমে পরিবেশগত সামাজিক সমীক্ষা সম্পর্কে ামারা এলাকাবাসীর সাথে অবহিতকরণ সভা ১৭ জানুয়ারি এলাকার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ামারা ১৩২০ মেগাওয়াট এস আলম পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক এডভোকেট হুমায়ুন কবিরের পরিচালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্পের সাইট ম্যানেজার ভারতীয় প্রকৌশলী প্রদীপ কুমার মহাপাত্র (সিভিল ইঞ্জিনিয়ার), চায়না সেপকো, উপ পরিচালক তাই জিংজু, সি জি আই এস প্রকৌশলী জালাল আহমদ,প্রকল্প সহম্যানেজার রমিজ আহমদ, প্রকৌশলী প্রিতম পাল, ামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাদশা, ইউপি সদস্য আলী নবী, ইউপি সদস্য হায়দার আলী, ইউপি সদস্য আব্দুল হাকিম, স্থানীয় সমাজ সেবক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাঁশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষ পরিবেশ ক্ষতি না হয়, সরকারের এমন উন্নয়নমূলক কাজে আমাদের সবসময় সহযোগিতা থাকবে। সি জি আই এস প্রকৌশলী জালাল আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। এই প্রকল্পটি চালুর পূর্বে বৃক্ষরোপণ করা হবে। এস আলম পাওয়ার প্ল্যান্ট প্রকল্প আশপাশ এলাকায় তাপের প্রভাব পড়বে না। পানি তিন ভাগে ভাগ থাকবে। বিভিন্ন ভাগ পানি বিভিন্ন কাজে ব্যবহার হবে। প্রকল্প পরিচালক এডভোকেট হুমায়ুন কবির বলেন, পরিবেশসম্মতভাবে আন্তর্জাতিক মানের সকল নিয়ম মেনে এস আলাম পাওয়ার প্লান্ট কার্যক্রম চলছে। শব্দ বায়ুদূষণ রোধের ব্যবস্থা করে এটি নির্মাণ করা হচ্ছে। বড় ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পরিবেশবান্ধব প্রকল্পের কয়লার ধূলিকণা যাতে উড়তে না পারে ঢাকনা থাকবে, ঝর্ণার পানি থাকবে। সাগরে জাহাজে দূরবর্তী স্থান থেকে কয়লা স্থানান্তর করা হবে। এলাকার লোকজনদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা থাকবে। অবহিতকরণ অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে তাপ বিদ্যুৎ প্রকল্পের কয়লা পরিবহন কার্যক্রমের সুফল প্রদর্শন করা হয়
সূত্রঃ- দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ