ছনুয়া মধুখালী যুব কল্যাণ সংগঠনের মাহফিলে কোরআনপ্রেমী জনতার ঢল

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
ছনুয়ার অন্তর্গত ঐতিহ্যবাহী পশ্চিম মধুখালী ইসলামী যুব কল্যাণ সংগঠনের ৬ষ্ঠ তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল গতকাল রবিবার পশ্চিম মধুখালী ময়দানে অনুষ্ঠিত হয়।মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ছনুয়া আল আরাফা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমিনুল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এম.বেলাল হোসাইন।

প্রধান মুফাসচ্ছির হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে আখেরাত,জান্নাত-জাহান্নাম,পরকালীন জীবন সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন সুদূর নাটোর থেকে আগত আল্লামা ক্বারী আবদুল মজিদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন মাওলানা আশরফ আলী গাজী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সুদ-ঘুষ,হারাম বস্তু ভক্ষণের পরিণতি বিষয়ে বয়ান করেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক নেছারুল হক।দুনিয়াবী জীবনে নামাজের গুরুত্ব ও আখেরাত এবং পরকালীন জীবনে নামাযী ব্যক্তির পুরস্কার বিষয়ে আলোচনা করেন লালখাঁন বাজার মাদরাসার শিক্ষক মাওলানা কলিম উল্লাহ।

অপরদিকে পর্দানশীন নারীর পরকালীন পুরস্কার ও বেপর্দা নারীর পরকালীন শাস্তি বিষয়ে বয়ান করেন রাজাখালী বি,ইউ,আই ফাজিল মাদরাসার ছাত্র মাওলানা আনোয়ার হোসাইন।অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখরিত হয় মাহফিলের প্যান্ডেল।কোরআন-হাদিসপ্রেমী জনতার ঢল নামে শুরু থেকে।অন্যদিকে মাহফিলে আসা ধর্মপ্রাণ মুসলমানদেরকে যৌতুক দেওয়া-নেওয়া থেকে বিরত থাকার জন্য ওয়াদা ও শপথ পাঠ করান প্রধান মুফাসচ্ছির ক্বারী আল্লামা আবদুল মজিদ।সূ-শৃংখলভাবে ঝামেলা ছাহা মাহফিল শেষ হয়।

বক্তার দেওয়া কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন শ্রোতারা।মাহফিল শেষে বিশ্ব মুসলমানদের শান্তি,দেশ ও দশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত ক্বারী আল্লামা আবদুল মজিদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ