চট্টগ্রামের সাতকানিয়ায় বেশ কিছুদিন আগে থেকেই বেড়ে চলছে ইয়াবা তথা মাদক ব্যবসা।শুধু তাই নয় এটাই এখন অনেকের অন্যতম ও একমাত্র পেশায় পরিণত হয়েছে।
টেকনাফ থেকে শুরু করে দেশের নানা জায়গায় এই ব্যবসা ছড়িয়ে পড়েছে।সম্ভবত দেশের এমন কোন জায়গা অবশিষ্ট নেই যেখানে এই মাদক সমস্যা ছড়িয়ে পড়ে নাই।তারই ধারাবাহিতায় চট্টগ্রামের সাতকানিয়াতেও এই মাদক সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে।যা সাতকানিয়া উপজেলার মত একটি জায়গার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাড়িয়েছে।সমাজ নষ্টের অন্যতম কারণ এবং সমাজের উন্নতির অন্তরায় হয়ে দাড়িয়েছে এই মাদক সমস্যা।যুবক থেকে শুরু করে অনেক শিক্ষার্থী পর্যন্ত জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়।শুধু রাতের বেলায় নয় দিনের বেলায় পর্যন্তও এই ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র।
সাতকানিয়ার এওচিয়া থেকে একজন সমাজ সচেতন ব্যক্তির অভিযোগ,এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাঁন মোহাম্মদ বাড়ীর মোহাম্মদ ইলিয়াছ নামক এক ব্যক্তি তার বাড়ীতেই ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।সেই সাথে হাবিবুর রহমানের ছলে শকু ও টুটু এলাকায় মানুষকে ভয় দেখিয়ে সমাজ বিরুধী এই সব কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করা হয়।এছাড়াও সাতকানিয়ার অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়েছে এই ইয়াবা তথা মাদক ব্যবসা।প্রত্যক্ষদর্শীদের মন্তব্য,তারা অনেকই বলে আমি নিজ চোখে মাদক বিক্রি করতে দেখছি কিছু লোককে।তারা সিএনজি বা মোটর বাইক করে এসে বিনা আওয়াজে অজান্তে হাতে দিয়ে দিচ্ছে এই সমস্ত মাদকদ্রব্য।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর তৎপরতায় নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এই ধরণের বহু ইয়াবা তথা মাদক ব্যবসায়ীদের।এই ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে অনেক সময় তার উপর পর্যন্ত বাধা আসছে বলেও বিশেষসূত্রে জানা যায়।মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে যথেষ্ট চেষ্টা ও অভিযান।
জানা গেছে,এই মাদকজাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে এক পর্যায়ে গিয়ে গ্রহণকারীরা ইহা গ্রহণ না করে পারে না।যে কোন কিছুর বিনিময়ে তারা গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়ে।অনেক সময় টাকার অভাবে অন্যান্য জিনিসের বিনিময়েও তারা এসমস্ত দ্রব্যগুলো গ্রহণ করতে পাগলপারা হয়ে পড়ে।এটা তাদের নেশায় পরিণত হয়ে যায়,যার বিকল্প তাদের কাছে কিছুই নাই।এছাড়াও এই মাদকদ্রব্য গ্রহণের ফলে ঘুম হয় না এবং দিন দিন শরীরের ক্ষয় ও রোগাক্রান্ত হতে থাকে।তাই এই সমস্ত মাদকদ্রব্য থেকে নিজেকে ও অপরকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করতে হবে।অন্যথায় সমাজ ডুবে যাবে নষ্টের সাগরে।
0 মন্তব্যসমূহ