জোবাইর বিন জিহাদীঃ
গত ০৫.০২.২০১৮ তারিখ অনুমান ৬.৩০ ঘটিকার সময়
বিএনপি ও তার জোটভুক্ত দল জামায়াত-শিবির,এলডিপি’র জেলা ও উপজেলা পর্যায়ের
বিভিন্ন শ্রেনীর অনুমান ২০০/২৫০জন নেতা-কর্মী সাতকানিয়া থানাধীন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছদাহা ইউনিয়নস্থ হাসমতের দোকান মালেক
মেম্বারের ব্রিক ফিল্ডের সামনে রাস্তার উপর মিছিল সহ সমবেত হয়ে এবং অনুমান
৬.৩৫ ঘটিকায় ১০ কেওচিয়া ইউনিয়নস্থ জনার
কেওচিয়া সাকিনের আন্দারমার দরগা শরীফের সামনে সমবেত হয়ে ককটেল জাতীয় বোমার
বিষ্ফোরন ঘটিয়ে রাস্তায় চলমান যান-বাহনে ভাংচুর ও ব্যাপক ত্রাসের ঘটনা
সৃষ্টি করার ঘটনায় জড়িত সাতকানিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ১।
মোঃ শহিদুল ইসলাম (২৮) পিতা- নুরুল ইসলাম,সাং-দক্ষিন ঢেমশা আশেকের পাড়া ১৩
নং বাজালিয়া ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল সম্পাদক ২। মোঃ খলিলুর রহমান
(৩৫) পিতা- মৃত আব্দুল গফুর চৌধুরী সাং- বাজালিয়া ৫নং ওয়ার্ড, ৮নং ঢেমশা
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাত্রদলের কর্মী ৩। মোঃ ফরহাদ (২২) পিতা- মোঃ আইয়ুব
আলী সাং- উত্তর ঢেমশা ৯নং পৌর ওয়ার্ড, সৈয়দ মেম্বারের বাড়ী, সাতকানিয়া পৌর
বিএনপির কর্মী ৪। মোঃ এনামুল হক (৪০) পিতা- মৃত নুরুল হক, সাং- সতি পাড়া
৩নং পৌর ওয়ার্ড, খাগরিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ৫। মোঃ নাছির
উদ্দিন (৪০) পিতা- মৃত সিদ্দিক আহমদ, সাং- খাগরিয়া দক্ষিন পাড়া ৫নং ওয়ার্ড,
বাজালিয়া ইউনিয়নের ছাত্রদলের কর্মী ৬। মোঃ মিজানুর রহমান (১৯) পিতা- নুর
মোহাম্মদ, সাং- বাজালিয়া কমির পাড়া, ৫নং ওয়ার্ড ৭। মোঃ মিজানুর রহমান
সিকদার (২৬) পিতা-মৃত আবুল হোসেন, সাং-বাজালিয়া উত্তর পাড়া, ৬নং ওয়ার্ড
বাজালিয়া ইউনিয়নের বিএনপির কর্মী ৮। আমির হোসেন (৪৯) পিতা-মৃত আব্দুর
রাজ্জাক সাং-বাজালিয়া উত্তর পাড়া, ৬নং ওয়ার্ড সর্বথানা-সাতকানিয়া
জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
0 মন্তব্যসমূহ