খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আগামী ১ মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এ বিষয়ে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট সারাদেশে নেতা–কর্মীরা বিতরণ করবেন। জেলায় জেলায় দলীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান রিজভী।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে। গত ২২ ফেব্রুয়ারি বিএনপি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি চাইলেও পুলিশ তা না দেওয়ায় ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে দলটি।
এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। তবে এসব কর্মসূচি নিরীহ কর্মসূচি নয়, এর ব্যাপ্তি ব্যাপক। এই কর্মসূচি করতে গিয়ে আপনারা দেখেছেন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কী অবস্থা করে। আমাদের এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা দিয়েছে,নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে, হামলা করেছে, জলকামান ব্যবহার করেছে।
সূত্রঃ দৈনিক আজাদী
0 মন্তব্যসমূহ