জে এম নাঈম হাসান, ভোলাঃ
ঢাকা থেকে আশার সময় তাসরিফ-৩ লঞ্চের ধাক্কায় তজুমদ্দিনের চাচাড়া এলাকার সুমন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। আহতদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এম ভি তাসরিফ-৩ লঞ্চটি ঢাকা থেকে চরফ্যাশনের আয়শার উদ্দশে রওয়ানা দেয়। রবিবার ভোর ৫টার সময় তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় জাহাঙ্গীর মাঝি মাছ ধরার নৌকাকে ধাক্কা দেয়। এতে সুমন (২৩) নিখোঁজ হয়। জাহাঙ্গীর হোসেন (৩৮), মঞ্জু-১ (৪০), জাকির (৩০), মোসলেহ উদ্দিন (৩৫), ইফনুছ (৩৩), বাছেদ (৩৫) ও মঞ্জু-২ (৩০) নামক জেলে আহত হয়। তাদেরকে তাহেল মাঝিসহ তার মাল্লাগণ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ সুমনকে বিকাল ৪ টায় দিকে মেঘনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মদ জানান, তাসফির-৩ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলে সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া যাচ্ছিল। রবিবার ভোর ৫টায় তজুমদ্দিনের চাচড়া সংলগ্ন মেঘনায় এ ঘটনা ঘটে।
0 মন্তব্যসমূহ