ক্যান্সার যুদ্ধে পরাজয়! পরীক্ষা শুরুর একঘন্টা আগেই মারা গেল,এসএসসি পরীক্ষার্থী আঃখালেক

মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ
হায়রে নিয়তি! একি ছিল বিধাতার লেখা? সকাল ১০ টায় কাঙ্ক্ষিত পরীক্ষা শুরুর মাত্র একঘন্টা আগেই সকাল ৯টায় মৃত্যুপথের যাত্রী হলেন এবারের এসএসসি পরীক্ষার্থী আবদুল খালেক।বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।পরীক্ষার সকল প্রস্তুতিও ছিল সম্পন্ন। অবশেষে তাকে আর পরীক্ষা দিতে হলোনা,ওপারের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সে নাপেরার দেশে। শীলকুপ ইউপি'র শাহ আলমের পুত্র আবদুল খালেক (১৮) দীর্ঘ তিন বছর ধরে মরন ব্যাধি ক্যানসারের সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ক্যান্সার যুদ্ধে পরাজয় হয়ে মৃত্যুর কাছে হেরে গেলো। মরন ব্যাধি ক্যান্সার রোাগে আক্রান্ত ওই আবদুল খালেকের আশা ছিল অন্য পরীক্ষার্থী ভাইদের মতো সেও এসএসসি পপরীক্ষা দেবে, পরীক্ষায় ভাল রেজাল্ট নিয়ে মা,বাবা, শিক্ষক ও পাড়া-পড়শির মুখ উজ্জ্বল করবে। কিন্তু নিয়তির একি খেলা? ঘাতক ক্যান্সার তার সেই আশা পুরন করতে দেয়নি, পরীক্ষা শুরুর ঠিক একঘণ্টা আগেই না পেরার দেশে চলে যেতে হলো তাকে। বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ও নিহত ছাত্র আবদুল খালেকের বাবা শাহ আলম যেন শোকে কাতর হয়ে পড়েছেন, তাঁরা কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদকের কাছে ব্যাক্ত করেছেন তাদের নানান অনুভূতি। সহকর্মীর এই করুণ মৃত্যুশোক বুকে নিয়েই গতকাল চাম্বল উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিয়েছেন সহপাঠী পরীক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ