বাঁশখালীর নামকরণ নিয়ে অনেক কিংবদন্তী ও প্রবাদ রয়েছে। পাহাড়ি এলাকা ও
চকরিয়া থেকে ব্যবসায়ীরা বাঁশ ক্রয় করে কাথারিয়া সোনাইছড়ি খালে বাঁশের ভেলায়
ভর্তি করত। তারপর সোনাইছড়ি খাল থেকে ব্যবসায়ীরা নদী পথে অন্যান্য স্থানে
নিয়ে ব্যবসা করত। সবসময় নদীখালে বাঁশে ভর্তি থাকত। দূর-দূরান্ত থেকে
ব্যবসায়ীরা এসে দেখে খালের ভেতর বিক্রির জন্য আনীত বাঁশ খালের মধ্যে নেই,
খালি হয়ে গেছে। ঐ সময়ে থেকেই ‘বাঁশখালী’ নামকরণ হয়েছে বলে বিশিষ্টজনের
অভিমত। আরো প্রবাদ রয়েছে তৎকালীন সময়ে এক রাজাকে মেরে বাঁশের মাথায় গেঁথে
রাখে। ইংরেজ শাসক এসে দেখে বাঁশের মাথায় মানুষ নেই। এ থেকেই প্রচার হয়
বাঁশটি খালি। অর্থাৎ বাঁশখালী। বাঁশখালী থানা সৃষ্টি হয় ১৯৫৮ সালে
উপজেলা-১৯৮৩ সালে। বাঁশখালী নামের বুৎপত্তি সম্পর্কে প্রামাণ্য কোন তথ্য
পাওয়া যায়নি। এই নামের উৎপত্তি সর্ম্পকে ইতিহাসবিদ ড. আবদুল করিম তিনটি
কিংবদন্তীর কথা বইতে উল্লেখ করেছেন। ইংরেজ আমলের পূর্বেই বাঁশখালী নামকরণ
করা হতে পারে অনেক ইতিহাসবিদ মন্তব্য করেছেন।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ