নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ৮ জন। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটে । জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় মোহাম্মদ হোসাইন নিজের পৈত্রিক জমিতে ঘাস কাটতে গেলে একই এলাকার এস্তফিজুর রহমান সংঘবদ্ধ দলবল তার ওপর হামলা চালায়। এ সময় মোহাম্মদ হোসাইনকে বাঁচাতে তার অন্যান্য ভাইয়েরা এগিয়ে আসলে তাদের ওপরও দা কিরিচ নিয়ে সন্ত্রাসী হামলা চালায় মোস্তাফিজুর রহমানের লোকজন। এঘটনায় গুরত্বর আহত হয় স্থানীয় মৃত কবির আহমদের তিন পুত্র মোঃ হোসাইন(৫৫), আহমদ হোসেন(৪৫), আবু বক্কর(৪২)। তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার। হামলায় অপরাপর আহত তাদের চাচাত ভাই মৃত ছৈয়দ আহদের পুত্র মোঃ আব্দুল খালেক (৫০) ও নুরুল আলমের পুত্র মোঃ শহিদুল্লাহ (৩২) কে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার বলেন, আহমদ হোসাইন, মোঃ হোসাইনের শরীরে প্রচন্ড দায়ের কুপ রয়েছে, যার ফলে অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়ায় এবং আবু বক্করের বাম হাত ভেঙ্গে যাওয়ায় তাদের কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সূত্রঃ আমার বাঁশখালী
0 মন্তব্যসমূহ