সংবাদদাতাঃ
বাঁশখালীর প্রধান সড়কের জলদী মিয়ার বাজার থেকে জলদী হোসাইনিয়া কামিল
মাদ্রাসা পযর্ন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা ,খানা খন্দে ভরা
বড় বড় গর্ত,কার্পেটিং উঠেগেছে সেই একযুগ অাগেই। দিনে যেমন তেমন
সন্ধ্যা হলেই নেমে অাসে চলাচলের অাজাব।বর্ষা অাসলেই হয়ে যায় হাঁটু জল পান।এ সড়ক দিয়ে প্রাইমারী স্কুল ,হাই স্কুল, গার্লস স্কুল ,সরকারী অালাওল
কলেজ কওমী সরকারী মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত
করে ও পশ্চিম বাশঁখালীর যেমন হারুন বাজার সরল গন্ডামারার অসংখ্য মানুষ
এসড়ক দিয়েই চলাচল করতে অনেক দুর্ঘটনায় কবলে পড়ে, যা দেখে অনেক
জনপ্রতিনিধি না দেখার ভান করে দিনাতিপাত করছেন।এলাকার একজন জনপ্রতিনিধি বলেন ,শহরে রেড়িসন ব্লু তে তিনজনের
একবেলা খাওয়ার বিল যদি ৪৫ হাজার টাকা পৌরসভায় বিল করতে পারে,তবে
এসড়কটা কেন সংস্কার করতে বিলম্ভ করতে হয়।
পৌর বাসিন্দা অাবদুল করিম বলেন,অনেক বিছার প্রাথী বিচার না পেয়ে
পথে পথে বিচার বেপারিদের দারস্ত হতে হতে সর্বশান্ত হতে দেখা যায়
তবুুও সঠিক বিচার পাওয়া যায়না । এক বাসিন্দা বলেন , এ গ্রেট পৌর
সভায় মাসে তিন দিনও পৌর মেয়রকে এলাকায় পাওয়া যায়না জন গুরুপ্তপুর্ণ
কাজে, ফলে জনসাধারনকে অনেক কাজে হয়রানীর শিকার হতে হয়, টু পাশ
ভারপ্রাপ্ত মেয়র দিয়েই চলে অনেক গুরুপ্তপুর্ণ কাজের স্বাক্ষর, যেন
এডিয়ে যেতে পারে অনেক গুরুপ্তপুর্ণ কাজ। অার কবে নাগাত রাস্তাটি পুর্ন র্নিমান হবে সে দাবিটিই এসড়ক দিয়ে চলাচল কারী হাজার হাজার জনতার জন দাবিতে পরিনত হয়েছে।
0 মন্তব্যসমূহ