বি,এন ডেক্স:
বাঁশখালীর গণ্ডামারায় চায়না সেবকো এইচটিজি এবং এস. আলম গ্রুপের যৌথ উদ্যোগে স্থাপিত এস. এস পাওয়ার প্ল্যান্টের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দৃশ্যমান হচ্ছে। গত বৃহস্পতিবার এ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.আহমদ কাইকাওয়াজ। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় চীন–বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রকল্প। এটা বাস্তবায়ন হলে দেশের বিদ্যুৎ সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমানে প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দায়িত্বরতরা জানান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার প্রবীর সেন, এস. এস পাওয়ার প্ল্যান্টের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিচালক (কারিগরি) শহীদুল আলম, সিপিআই সুব্রত কুমার ভৌমিক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন হীরা, নৌবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা জহির উদ্দিন, এস এস পাওয়ার প্ল্যান্ট (ভারত)সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার মহাপাত্র, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রকল্প ইনচার্জ এডভোকেট হুমায়ুন কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা রমিজ আহমদ, প্রকৌশলী প্রীতম পাল প্রমুখ। সূত্রে জানা যায়, এই পাওয়ার প্লান্টের ৭০% শতাংশ মালিকানা এস. আলম গ্রুপের আর বাকী ৩০%শতাংশ মালিকানা চীনের দুইটি প্রতিষ্ঠানের। আশা করা হচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হয়ে দেশে বিদ্যুৎ সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্রঃ দৈনিক আজাদী
0 মন্তব্যসমূহ