সাবেক সিটি মেয়র সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাঁশখালীর
উপজেলার পূর্ব বৈলছড়ি বিদ্যালয়বিহীন এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য
সরকারকে জমি প্রদানের মাধ্যমে খান বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিদ্যালয় এলাকার একটি সম্পদ। এই বিদ্যালয়
রক্ষণা-বেক্ষণ করা আপনাদের দায়িত্ব। এখানে ছেলে-মেয়েরা পাঠদান করে উচ্চ
শিক্ষায় শিক্ষিত হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।
একটি ভাল কাজ করতে সমালোচনা হয়। সমালোচনার উর্ধ্বে গিয়ে সবাইকে কাজ করতে
হবে। এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষকদের মেহমান হিসেবে এলাকাবাসীকে
সহযোগিতা করার জন্য আহবান জানান। তিনি গতকাল শনিবার বিকেলে নব নির্মিত
বিদ্যালয়ের উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব
কথা বলেন।
পূর্ব বৈলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী শিক্ষক সুবীর কান্তি দত্তের পরিচালনায় বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেচারী, বৈলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বড়–য়া, প্রধান শিক্ষক আসেকুর রহমান চৌধুরী, সমাজ সেবক শাহ আলম, ছাবের আহমদ, মৌলভী নুরুল কবির, মৌলানা নুরুন্নবী, মুজিবুর রহমান নেজামী, মো. রিয়াদ, আব্দুর রহিম সোহেল, সুলতানুল কবির প্রমুখ।
সুত্রঃ দৈনিক পূর্বকোণপূর্ব বৈলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী শিক্ষক সুবীর কান্তি দত্তের পরিচালনায় বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেচারী, বৈলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বড়–য়া, প্রধান শিক্ষক আসেকুর রহমান চৌধুরী, সমাজ সেবক শাহ আলম, ছাবের আহমদ, মৌলভী নুরুল কবির, মৌলানা নুরুন্নবী, মুজিবুর রহমান নেজামী, মো. রিয়াদ, আব্দুর রহিম সোহেল, সুলতানুল কবির প্রমুখ।
0 মন্তব্যসমূহ