নিউজ ডেস্কঃ
বাঁশখালী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ও সি) মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান আনম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি অনুপম কুমার অভি, চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী, চেয়ারম্যান বদর উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ হারুন, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান মোহাম্মদ কপিল উদ্দিন, মহিলা কাউন্সিলর রুজিয়া সুলতানা রোজি, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হাশেম,বাঁশখালী কোস্টার যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, নাজিম উদ্দিন মুন্সী, আবদুস ছবুর, রশিদ আহমদ, মোহাম্মদ ফারুক, নুরুল কবির লিটু, সুধীর মল্লিক রায়, ফরহাদুল আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল হক মৃদুল, উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্দ বদরুল হক, মহিলা ভাইস চেয়ারমান সাফিয়া বেগম ও অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদর রহমান মোল্লা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিত উন্নয়নের লক্ষ্যে সড়ক পথ যানবাহন চলাচলে স্বাভাবিক থাকতে হবে। সিএনজি ট্যাক্সি চালকরা অপ্রাপ্ত বয়সে যানবাহন চলাচল করায় রাস্তাঘাটে দুর্ঘটনার হার বেড়েই চলছে। অদক্ষ চালকই দুর্ঘটনার মূল কারণ। লাইনম্যানদের পোশাক ও লাঠি বাঁশি থাকতে হবে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বাঁশখালী আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে অনেক ভাল। অদক্ষ চালকের কারণে গত ১মাসে ৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক।
0 মন্তব্যসমূহ