মোঃ আরিফ মিয়া, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জালুপাড়া এলাকায় শাওন নামের আনুমানিক ১১ বছরের এক ছেলেশিশুর সন্ধান পাওয়া গেছে। শিশুটি বর্তমানে সরিষাবাড়ী উপজেলার স্থানীয় দু’জন সাংবাদিক ও ঝালুপাড়া এলাকার মাংসব্যবসায়ী লিটন মিয়ার আশ্রয়ে রয়েছে।
লিটন মিয়া জানিয়েছেন, শিশু শাওন ১৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে পথভুলে যায়। ১৮ ফেব্রুয়ারি রাতে ট্রেনে পিয়ারপুর স্টেশন হয়ে সরিষাবাড়ীতে চলে আসে। তিনি রাত নয়টার দিকে সরিষাবাড়ী স্টেশন হয়ে ভ্যানগাড়িতে করে জালুপাড়ায় বাড়িতে ফিরছিলেন। ওই একই ভ্যানগাড়িতে শিশুটি উঠে বসে। পরে তার সাথে কথা বললে সে পথভুলে চলে আসার কথা জানায়। শিশুটি তার বাবার নাম আব্দুল লতিফ, মায়ের নাম রোজিনা এবং বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে বলে জানিয়েছে। তার বাবা একজন গাড়ি চালক। শিশুটি একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র বলেও জানিয়েছে। সে এখন বাড়ি ফিরে যেতে চায়।
0 মন্তব্যসমূহ