নিজস্ব প্রতিবেদকঃ
প্রতারণার দায়ে কক্সবাজা সদর মডেল থানায় বদরুদ্দোজা কুতুবী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ২৫ ফেব্রয়ারী ভুক্তভোগি ঈসা রুহুল্লাহ এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বদরুদ্দোজা কুতুবী কক্সবাজার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা।
থানায় ভুক্তভোগির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঈসা রুহল্লাহ ও বদরুদ্দোজা কুতুবীর সাথে সুর্ম্পক ছিল। এই সুবাধে এই কুতুবীকে ইসা ৬০ হাজার টাকা ধার দেন। কয়েক দিনের মধ্যে টাকার ফেরত দেওয়ার কথা থাকলেও টাকার নেওয়ার পর থেকে কুতুবী কোন ধরনের যোগাযোগ করেনি। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইসা রুহুল্লাহ বাদী কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগা দায়ের করেন। প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আর্থস্বাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে এই কুতুবীর বিরুদ্দে। যার অভিযোগ নং-এইচ ডি ৪৯৫। তিনি আরো জানান, কুতুবীর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। কুতুবী বর্তমানে কক্সবাজারে থাকে না, ঢাকায় ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানব পাচারের সাথে জড়িত এমনও অনেক অভিযোগ তার বিরুদ্ধে।
প্রতারণার দায়ে কক্সবাজা সদর মডেল থানায় বদরুদ্দোজা কুতুবী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ২৫ ফেব্রয়ারী ভুক্তভোগি ঈসা রুহুল্লাহ এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বদরুদ্দোজা কুতুবী কক্সবাজার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা।
থানায় ভুক্তভোগির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঈসা রুহল্লাহ ও বদরুদ্দোজা কুতুবীর সাথে সুর্ম্পক ছিল। এই সুবাধে এই কুতুবীকে ইসা ৬০ হাজার টাকা ধার দেন। কয়েক দিনের মধ্যে টাকার ফেরত দেওয়ার কথা থাকলেও টাকার নেওয়ার পর থেকে কুতুবী কোন ধরনের যোগাযোগ করেনি। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইসা রুহুল্লাহ বাদী কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগা দায়ের করেন। প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আর্থস্বাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে এই কুতুবীর বিরুদ্দে। যার অভিযোগ নং-এইচ ডি ৪৯৫। তিনি আরো জানান, কুতুবীর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। কুতুবী বর্তমানে কক্সবাজারে থাকে না, ঢাকায় ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানব পাচারের সাথে জড়িত এমনও অনেক অভিযোগ তার বিরুদ্ধে।
0 মন্তব্যসমূহ