সংবাদদাতাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী বীর
মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদ সড়কের প্রবেশ মুখে তোরণ নির্মাণের
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও দৈনিক
পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। গত ২১ ফেব্রুয়ারি বুধবার দুপুর
সাড়ে ১২ টার দিকে মহান এই দিনে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক শহীদের স্মৃতি
রক্ষার্থে তোরণটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তোরণটির বিষয়বস্তু হলো, তোরণের পাশে একটি নামফলক থাকবে যেখানে মৌলভী
সৈয়দের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস লেখা থাকবে। যা দেখে
বর্তমান তরুণ প্রজন্ম মহান এই মানুষটি কে ছিল সেই বিষয়ে জানতে পারবে। সেই
লক্ষে এ তোরণ নিমার্ণ করেন বলে জানান মুজিবুর রহমান।তিনি বলেন,
বঙ্গবন্ধু হত্যার পর চট্টগ্রাম থেকে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেন
বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহমদ। তার নেতৃত্বে যখন প্রতিবাদ আন্দোলন দিনে
দিনে আরো বেগবান হয়ে উঠতে শুরু করে ঠিক সেই মুহূর্তে স্বৈরাশাসক তাকে
গ্রেফতার করে ১৯৭৭ সালে ১১ আগস্ট ফাঁসি দিয়ে হত্যা করে। দীর্ঘ ৪১টি বছর
আমরা তাকে শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এমনকি স্থানীয় ও
জাতীয়ভাবে এই মানুষটি স্মৃতি আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। তাই শহীদের
গ্রামের বাড়ির সংযোগ সড়কটির প্রবেশ মুখে স্মৃতি সম্বলিত তোরণ নির্মাণের
উদ্যোগ নিই।এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ