বাঁশখালীতে ছনুয়া–শেখেরখীল–চাম্বল সড়কে গতকাল (রবিবার) সকাল সাড়ে ১১ টার দিকে সিএনজি ট্যাক্সির ধাক্কায় স্কুলছাত্র মোহাম্মদ এনাম (১২) ঘটনাস্থলে মারা গেছে। সে উত্তর শেখেরখীল–২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বাঁশখালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বাঁশখালী সড়কে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে বৈলগাঁও গ্রামের মাহমুদুল হকের স্ত্রী নাছিমা আক্তার (৩৮), ও সীতাকু– উপজেলার মাহবুবুল আলমের ছেলে মাহমুদুল হক (৫১) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শেখেরখীল ইউনিয়নের সিএনজি ট্যাক্সি চালক মোহাম্মদ জহির উদ্দীনের বসতবাড়ি সরকার বাজারের কাছে। গতকাল (রবিবার) সকালে সরকার বাজার থেকে যাত্রীবাহী সিএনজি ট্যাক্সি চাম্বল বাজার অভিমুখে যাত্রা করে। ট্যাক্সিটি শেখেরখীল সরকার বাজার অতিক্রম করে বাড়ির সামনে দাঁড়ানো স্কুলছাত্র এনামকে ধাক্কা দিয়ে গায়ের উপর উঠে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার আসমা তাসলিম বলেন, শিশুটির হাত ভেঙ্গে গেছে। শরীরের ভেতরে অধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, প্রশাসনিক অনুমতি নিয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
ছবিঃ প্রতিকী ছবি
0 মন্তব্যসমূহ