মোঃ আরিফ মিয়া, জামালপুরঃ
একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও ভোরে প্রভাতফেরি শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বত্র মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
জানা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাতে জামালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুরের সিভিল সার্জন গৌতম রায়, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন (পিপিএম-বার), বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদের নেতৃত্বে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
0 মন্তব্যসমূহ