কক্সবাজেরর স্বনামধন্য BestWay কোচিং এর ২০১৮ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের জমকানো বিদায় সম্পন্ন

সিয়াম মাহমুদ সোহেলঃ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হল রুমে আজকের বিদায় অনুৃষ্টান স্বত্বাধিকারী মোঃ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও ফিরোজের পরিচালনায় মনোমুগ্ধকর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ভার্সিটির ফাউন্ডার লায়ন মোহাম্মাদ মুজিবুর রহমান,বিশেষ অতিথি অত্র ভার্সিটির সিনিয়র শিক্ষক নাজিমুদ্দিন, Bestway এর সহকারী মোহাম্মাদ নূর বাবু প্রমুখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুলা আল নোমান, বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নাছিমা আক্তার,পরপরই বিদায়ীরা অনেকেই তাদের মনের অনুভুতি প্রকাশ করেন। ছাত্র জীবনের সফলতা, ব্যার্থতা, অর্জন এই সব কিছুই তুলে ধরেন বিদায়ী শিক্ষার্থীরা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকেই। অতিথিদের পক্ষ থেকে নাজিমুদ্দিন উৎসাহ, উদ্দীপনা ও প্রেরনা, জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন। একে একে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন। অনুষ্টানের শেষ পর্যায়ে, অত্র প্রতিষ্টানের অনুষ্টিত নির্বাচনী পরিক্ষার পুরুষ্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী আফরিজা রহমান আনিকা কে একটি ল্যাপটপ প্রদান ও দ্বিতীয় স্থান অধিকারী তাসমিন সোলতানা মনি কে একটি স্মার্ট ফোন প্রদান এবং তৃতীয় স্থান অধিকারী ফাইরুজ তাহিয়া তজ্জলি কে তিন হাজার টাকার একটা চেক প্রদান করা হয়। তারপর পরেই সাংস্কৃতিক অনুষ্টানে সুন্দর পরিবেশন সহ বিনোদনের আয়োজন শেষ করা হয়। অতপর ইয়াছিন আরাফাতের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ