নওগাঁর সাপাহারে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চলছে মাত্র ৩ জন ডাক্তার দ্বারা

সেলিম রেজা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসার অভাবে ফিরে যাচ্ছে রোগীরা। ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে খুড়িয়ে চলছে চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার ও নার্সদের যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ায় রোগীরা চরম হতাশা নিয়ে হাসপাতাল ত্যাগ করছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে রয়েছে মাত্র ৩ জন ডাক্তার যেখানে থাকার কথা ছিলো ২৭জন। এ উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের জন্য রয়েছে মাত্র ৩ জন ডাক্তার। জানা গেছে ৫০ শয্যা হাসপাতালটিতে ১০জন অভিজ্ঞ চিকিৎসক ও ১৭জন সাধারণ চিকিৎসক মিলে মোট ২৭জন চিকিৎসক থাকার কথা কিন্তুুু সে স্থলে বর্তমানে ওই হাসপাতালটিতে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন চিকিৎসক। তাদের মধ্যে অন্যত্র বদলি হয়ে চলে যাবেন ১জন । এখন হাসপাতালটি রয়েছেন মাত্র ৩ জন চিকিৎসক। এদের মধ্যে ১জন আবাসিকের দায়িত্বে ও অন্যজন প্রশাসনিক কাজে নিয়োজত থাকায় তাদের পক্ষেও বহিঃবিভাগে রোগী দেখা সম্ভব হয়না। কিছু দিন পূর্বে এখানকার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তার প্রমশন জনিত কারণে তিনি অন্যত্র চলে যাওয়ায় সার্বক্ষনিক প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকা গুরুত্বপুর্ণ পদটি পুরন করেন ডাঃ মোঃ কে.এইচ.এম ইফতেখারুল আলম খান। এছাড়া হাসপাতালটিতে চতুর্থ শ্রেণীর আয়া, ওয়ার্ড বয় ও সুইপার এর পদে মাত্র ১জন করে লোক থাকায় ইনডোরে চিকিৎকের সহায়তাদান এবং হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন কাজে হরহামেশা বিঘ্ন ঘটছে। স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ মোঃ কে.এইচ.এম ইফতেখারুল আলম খানের কাছে চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই উপজেলায় ডাক্তার থাকার মতো সুযোগ সুবিধা খুবই কম তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক কারনেও থাকছে না ডাক্তার। এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ মমিনুল হক এর সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা পর্যায়ে একটি হাসপাতালে কমপক্ষে ৫জন মেডিক্যাল অফিসার থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে সাপাহারে সত্যিই চিকিৎসক সংকট চলছে, দ্রুত সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সমস্যা সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য তিনি জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ