বিএন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার খানখানাবাদ
ইউনিয়নের ডোংরা গ্রামে মৃত্যুর ১৮ দিন পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন
করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। মঙ্গলবার (৬মার্চ) দুপুরে
মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে
হালিমের উপস্থিতিতে গণি চৌধূরী জামে মসজিদ কবরস্থান থেকে লাশ উত্তোলন করা
হয়। মামলা সূত্রে জানা যায়, উপজেলার
খানখানাবাদ ইউপির ডোংরা গ্রামের গণি চৌধূরী বাড়ির মৃত হাশমত আলীর পুত্র
সৈয়দুল আলম প্রঃ আবু সাইদ ফ্যাশন ওয়াচ গার্মেন্টস লিমিটেডে সুপারভাইজার
হিসাবে চাকুরিরত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি পেট ব্যাথা ও সংক্রামক রোগে
আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়। মেডিকেল কর্তৃপক্ষ মৃত্যু সনদও প্রদান করে। তবে এখন
সৈয়দুল আলমের মৃত্যু ও মামলা নিয়ে নানা কথা ছড়িয়ে পড়েছে । ডবলমুরিং থানা
পুলিশের এসআই নুরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান লাশের
ময়না তদন্ত রির্পোটের জন্য আদালতের আদেশে লাশ উত্তোলন করা হয়েছে ।
সূত্রঃ দৈনিক আজাদী
0 মন্তব্যসমূহ