আমিনুল ইসলাম আমিনঃ
গাছ আমাদের অক্সিজেন দেয়।
কার্বন-ডাইঅক্সাই গ্রাহন করে।
দেহে পুষ্টি যোগায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরে।
তবে এ গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন অনেকে।বাজার থেকে ফুলসহ ডালিম গাছ কিনলে ফল দেয় না।কেউ কেউ মনে করছেন এটি ফুলের একটি জাত। লোভী ব্যবসায়ীণন এই ফুলসহ ডালিম গাছ বিক্রি করে লাভবান হওয়ার আশায়।
এ সম্পার্কে বি'এন ইউসুফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন:খুব শখ করে অনেক দামে ফুলসহ ডালিম গাছ কিনে ছিলাম কিন্তু কোন ডালিম হয় না।ফুল হয়ে ঝরে যায়।ডালিম গাছ কিনে লাভ হয়নি।
আরো অনেকে ডালিম চাঁরা ফুলসহ কিনে ক্ষতি গুনতে হয়েছে।অনেকে ফুলসহ ডালিম গাছের বাগান করে তা কেটে ফেলতে হয়েছে।
0 মন্তব্যসমূহ