মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী নিউজ:
বাঁশখালীর পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম পুঁইছড়ি-ছনুয়া সড়ক।দুঃখের বিষয় দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি সড়কটিতে।অথচ এই রোড দিয়ে চলাফেরা করে প্রায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।তৎমধ্যে মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ,পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা,বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজ,পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,পুঁইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,রেজাউল পাশা ইনষ্টিটিউট অন্যতম।বর্তমানে জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।রাস্তা নয়,এ যেন মরণঘাতি মিনি ডোবা!জরাজীর্ণ এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকাতে অসহনীয় দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে যানবাহন।অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।শুধু তাই নয়,অতিরিক্ত যান চলাচলের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।ফলে ধুলাবালি জন্মে পথচারীদের মূল্যবান কাপড়-চোপড় নষ্ট হচ্ছে।এলাকাবাসী বর্ষা মৌসুমে এই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ যাওয়ার আশঙ্কা করেছেন।পুঁইছড়ির মত জমিদার অধ্যুষিত এলাকার রাস্তা কেন এই অবস্থা?এমন প্রশ্ন জনমনে।এলাকার সর্বস্তরের জনসাধারণ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়ের তানভীর হোসেন প্রিন্স নামের এক ছাত্র বাঁশখালী নিউজকে বলেন,"আমি এই রোড ব্যবহার করে নিয়মিত স্কুলে যাই।প্রচন্ড ধুলাবালির পথ অতিক্রম করে আমাকে বিদ্যালয়ে যেতে হয়।বর্ষাকালে এই রোড দিয়ে যাতায়াত করে স্কুলে যেতে পারব কিনা;একমাত্র আল্লাহই ভাল জানে।আমাদের স্কুলে যাওয়ার বিকল্প কোনো সড়ক নেই।আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রোডটি সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।"এই সড়কের ছনুয়া অংশে উন্নয়ন কাজ চলছে পুরোধমে।ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.হারুনুর রশীদ এ প্রতিবেদককে বলেন,"আমি পুঁইছড়ির মানুষের নির্বাচিত প্রতিনিধি নয়।তারপরও এই সড়কের পুঁইছড়ি অংশে আমার ব্যক্তিগত তহবিল থেকে ১৫ ট্রাক কংকর দিয়ে গর্ত ভরাট করে দিয়েছি।ছনুয়ার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ চলছে পুরোধমে।উক্ত সড়কগুলোর উন্নয়নের নানান সরঞ্জামাদি পুঁইছড়ি-ছনুয়া সড়ক ব্যবহার করে আনতে হয়।আবার ছনুয়ার অনেক মানুষ উপজেলা সদরে বিভিন্ন কাজে যেতে এই রোড ব্যবহার করে।এদিকে জনগুরুত্বপুর্ণ এই সড়কটি বর্ষা মৌসুমের আগে সংস্কারের পদক্ষেপ গ্রহণ করার জন্য এলজিইডি ও বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
0 মন্তব্যসমূহ