ভুতদের রান্না



আমিনুল ইসলাম আমিন

রাতের আধার,
ঝিঁঝিঁর ডাক,
শুধুই আবাক।
নিশিথে কেঁয়ার,
বৃদ্ধের খেয়ার,
প্রাচীন অধুভুতি,
অসম গতি।
পাখির দল,
নেই কোলাহল।
ভুতদের রান্না,
বিড়ালের কান্না।
সবমিলে একাকার,
আলোতেই ভোর,
মুহুর্তে নিথর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ