স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদ

বিএন ডেস্কঃ 
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনটিতে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। বিশেষ এই দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর মেধাবী ও সৃজনশীল ছাত্রনেতা আতাউল্লাহ আল আজাদ। স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে জাতি। লাখো শহীদের রক্তে আঁকা যার মানচিত্র- তার নাম বাংলাদেশ। মুক্ত স্বাধীন এই দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা সৃজনশীল ছাত্রনেতা আতাউল্লাহ আল আজাদ। বিজয়ের মাস এলেই তাই বেড়ে যায় ব্যস্ততা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ