রোহিঙ্গাদের জন্য উৎপন্ন করছেন চাষিরা হাইব্রীড ধান!

বিভাগীয় প্রতিনিধি,আমিনুল ইসলাম আমিন
বরিশাল বিভাগের আমতলী উপজেলা সহ বিভিন্ন জায়গায় হাইব্রিড ধান চাষ করছে।এসব এলাকায় আগে কখনো এ মৌসুমে ধান উৎপাদন করা হতো না। পূর্বে এসব এলাকায় রবি শস্য ডাল চিনা বাদাম আলু তরমুজ চাষ করা হতো।এ বছর বেশির ভাগ কৃষক হাইব্রিড চাষ করেছেন। এবং এ ধানের উৎপাদনে সাফল্য অর্জন করবে বলে আশা করছেন চাষিরা।ধান গাছগুলো দ্বিগুন উর্বরা শক্তি নিয়ে বেড়ে উঠেছে। চারদিকে সবুজের আভা ছড়িয়ে দিয়েছে। টেপুরা গ্রামের কৃষক ইমরান হোসাইনের কাছে এ সম্পার্কে জানতে চাইলে বাঁশখালী নিউজকে বলেন: আমরা প্রচুর হাইব্রিড ধান চাষ করছি।এই ধানে খরচা তুলনা মুলক বেশি।আমদের দেশে রোহিঙ্গা ভাইয়েরা এসেছে তাদের চাহিদা মিটাতে এই ধানে কিছুটা হলেও পূরন করবে। হাইব্রীড ধানে কৃত্রিম ভাবে সেঁচ দিতে হয়।এবং সাধারন ধানের চেয়ে সাঁর বেশি প্রয়োগ করতে হয়। হাইব্রীড ধান চাষ করে লাভবান হবে বলে আশা করেছেন কৃষরা।চাষীদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাঁসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ