ধর্ষন মামলা তুলে না নেয়ায় হত্যা

বিএন ডেস্কঃ 
 অপহরনের পর ধর্ষনের অভিযোগ এনে আদালতে মামলা করার খেসারত হিসেবে হবিগঞ্জে এক কিশোরীকে আবারও ধর্ষন অতঃপর নির্মমভাবে হত্যা করলো নরপশুরা। এদিকে বিউটি আক্তার (১৬) নামে এই কিশোরীর লাশ পেয়ে বাবা-মা এখন পাগল প্রায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জনকন্ঠকে জানান, জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাধীন ব্রাম্মনডোরা গ্রামের বাসিন্দা জনৈক সায়েদ আলীর ওই কিশোরী মেয়েকে অপহরনের পর ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ এনে প্রায় দু’মাস আগে পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জের আদালতে একটি মামলা হয়। এ মামলায় ব্রাম্মনডোরা ইউপির বর্তমান সংরক্ষিত মহিলা আসনের মেম্বার কমল চান ও তার পুত্র কবীর সহ ৩ জনকে আসামী করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ মামলাটি এফআইআরভূক্ত করে। তারপরপরই বিউটির মেডিক্যাল টেস্ট সম্পন্ন করে পুলিশ। এদিকে পুলিশী এমন কার্যক্রম সম্পন্নের পর বিউটি চলে যায় তার নানার বাড়ী জেলার লাখাই উপজেলাধীন গনিপুর গ্রামে।
এমতাবস্থায় ওসি আরও জানান, শনিবার ভোরে নানার বাড়ীর লোকজন দেখতে পান বিউটি রুমে নেই। তার কিছু সময়ের মধ্যেই এদিন বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলাধীন পুরাইকলা বাজার সংলগ্ন হাওরে একটি মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ খবর পুলিশকে তারা অবহিত করেন। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এটিই নিখোঁজ বিউটির মৃতদেহ বলে শনাক্ত করেন তারা।
এসময় স্থানীয় লোকজন ও পুলিশ দেখতে পায়, এই মৃতদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পুলিশ ও গ্রামবাসীদের ধারনা, বিউটিকে তুলে নিয়ে আবারও ধর্ষনকালে হয়তো কাউকে সে চিনে ফেলেছে, এজন্য স্বাক্ষী না রাখা নয়তো পরিবারের পক্ষ থেকে ওই মামলা করার কারনে ক্ষুব্ধ হয়ে বিউটিকে এমন নির্মমভাবে হত্যা করেছে ধর্ষক নামের এই নরপশুরা। এ ঘটনায় নিহতের পরিবার সহ গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বিউটির মৃতদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে নিয়ে এসেছে পুলিশ। তবে এমন নির্মম হত্যাকান্ডের আগে ও পরবর্তীতে এখন পর্যন্ত সংশ্লিস্ট মামলার কোন আসামী আটক করতে পারেনি পুলিশ।
এলাকায় এমন গুঞ্জন চলছে যে, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও গ্রাম্য মোড়লদের কথায় পুলিশ ওই মামলা হবার পরও আসামী গ্রেফতার থেকে বিরত থাকে। আর এমন কালক্ষেপনের কারনেই নরপশু কর্তৃক বিউটি হত্যাকান্ড তরান্বিত হয় বলে অনেকের অভিমত। এজন্য তদন্ত সাপেক্ষে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর। তবে পুলিশ বলছে, এ ক্ষেত্রে নাকি তাদের আন্তরিকতার অভাব ছিল না।
/রিপোর্টবিডি২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ