পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে আলোচনা সভা

বি,এন ডেস্কঃ
পশ্চিম বাঁশখলী উপকূলীয় ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে সেমিনার ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেমিনারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. নেজাম উদ্দিন ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ: স্বাধীনতার মূলবীজ মন্ত্র শীর্ষক মুল প্রবন্ধ পাঠ করেন। আলোচনায় অংশ নেনউপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, অধ্যাপক মোহাম্মদ জমির হায়দার বাবলা, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক বাবুল কান্তি দেব, অধ্যাপক মো. লুৎফর রহমান, শিক্ষার্থী মোহাম্মদ হাছান, মো. বাবর চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল ইসলাম, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে শিক্ষার্থী ফওজিয়া জাহান, বিবি মরিয়ম চৌধুরী ও শিলু আকতার। বক্তারা বলেন, ৭ মার্চের অনলবর্ষী ভাষণ এক মহাকাব্য ও বিশ্বে রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা । মূলত: এই ভাষণে স্বাধীনতার মূলবীজ নিহিত।
সুত্রঃদৈনিক আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ