মোঃ আরিফ, জামালপুরঃ
জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নে সালিস বৈঠকে ঝগড়ার এক পর্যায়ে পিটুনিতে সালিসের মাতাব্বর স্থানীয় বিএনপিনেতা বাবর আলী নিহত হয়েছেন। ১২ মার্চ সকালে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দিগপাইত ইউনিয়নের শাহপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী (৪০) নিজে উদ্যোগী হয়ে বিরোধ মীমাংসা করার জন্য ১২ মার্চ সকাল নয়টার দিকে দুপক্ষের বাড়ির মাঝামাঝি স্থানে সালিস বৈঠক বসান। সালিসে উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে ময়েজ উদ্দিনের একজন সমর্থক কাঠের চলা দিয়ে সালিসের মাতাব্বর বাবর আলীর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কিন্তু এরপরও পরিবারের স্বজনেরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য বাবর আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
0 মন্তব্যসমূহ