বগুনা জেলা প্রতিনিধি,আমিনুল ইসলাম আমিনঃ
বরিশালের আমতলী উপজেলার টেপুরা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খাল টিতে কোন হাস নামলেই মৃত্য ঘটে।
এলাকা বাসীর ধারনা এখানে জোঁয়ারের নতুন পানি আসার আগে খালের মাটিতে বিষাক্ত কিছু জমা হয়।কারো ধারনা জোয়ারের পানিতে আজানা পাখি নাশক বিষ থাকতে পারে।কেউ কেউ বলেন খালে অন্য এলাকার মৃত হাস খালে ফেলে যার সংক্রামক থেকে খালে হাস নামলেই নিশ্চিত মৃত্যু।
এলাকার হাস পালন কারীরা এ এতে বিপাকে পরেছেন।হাস খালে নামলেই ঢলে পড়বে মৃত্যুর কোলে কোন ঔষধ প্রতিকার করতে পারে না।
0 মন্তব্যসমূহ