বরগুনা জেলা প্রতিনিধি,আমিনুল ইসলাম আমিনঃ
বরগুনা জেলার বিভিন্ন অঞ্চলে কর্ক বা ছিপি দিয়ে ফুল তৈরি করে।
যা আঞ্চলিক ভাষায় কাকের ফুল হিসেবে অবহিত।কোমল পানীয় এবং জুস ও ঔষধের বোতলের ছিপি দিয়ে এসব কর্ক তৈরি করা হয়।
এসব এলাকার শিশু কিশোররা পানীয় খাওয়ার পর কর্ক গুলো পকেটে গুজে নেয়।
খাওয়া বা ভোজের পর ছিপি নিয়ে কারাকারি হয়।শিশুরা রাস্তার পাসের ছিপি গুলো কুড়িয়ে নেয়।
গ্রামের মেয়েরা নকশী কাথা সেলাই না করে কর্কের ফুল তৈরির অভ্যাস করছে।ফুল তৈরি করা হয় বোতলের ছিপি সুতা কটনবার এবং বোতল কাটা।এসব ফুল নিয়ে গৃহীনিদের সাথে প্রতিবেশির সাথে ঝগড়া হচ্ছে।
ক্রমে ক্রমে কাকের ফুল হয়ে উঠছে ঘড়ের মৌলিক প্রসাধনী।
0 মন্তব্যসমূহ