বিএন ডেস্কঃ
নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া যাত্রীদের
মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে তাদের আগামীকাল সোমবারই ঢাকায় নিয়ে আসা
হচ্ছে।
নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অসিত বরণ সরকার বিবিসিকে
জানিয়েছেন সব প্রক্রিয়া শেষ করে কাল ২১ জনের লাশ বিশেষ বিমানে ঢাকায়
নেয়া হচ্ছে।
নেপাল থেকে বাংলাদেশী চিকিৎসক দলের সদস্য সোহেল মাহমুদ বিবিসি বাংলাকে
জানিয়েছেন এখন পর্যন্ত সতেরটি লাশ শনাক্ত করা হয়েছে এবং আরো চারটি লাশ
প্রায় শনাক্ত হবার পথে।
মাহমুদ জানান, সনাক্ত হওয়া মৃতদেহগুলোর কফিন প্রস্তুত হবার কাজ এখন চলছে।
"কফিন প্রস্তুত হলে নেপালি কর্তৃপক্ষ সেগুলো বাংলাদেশ দূতাবাসের হাতে
তুলে দেবেন। দূতাবাস সেগুলো বিশেষ বিমানে করে ঢাকায় পাঠাবে। ঢাকায়
আত্মীয় স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে"।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে সতেরটি মৃতদেহ ইতোমধ্যেই শনাক্ত করা
হয়েছে সেগুলো আত্মীয় স্বজনকে দেখানো হয়েছে এবং তারাও শনাক্ত করতে
পেরেছেন।
তবে যেগুলো এভাবে শনাক্ত করা যাবেনা সেগুলো ডিএনএ নমুনা নিয়ে শনাক্ত করা হবে।
সেক্ষেত্রে পাঁচজনকে ডিএনএ পরীক্ষা করতে হতে পারে বলে জানান তিনি।
নেপালে বিমান দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলটসহ মোট ২৬ জন বাংলাদেশী নিহত হয়েছিলো।
এ দুর্ঘটনায় মোট নিহত হয়েছে ৫১ জন।
সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত
0 মন্তব্যসমূহ