বরগুনা জেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম আমিন:
আমরা জানি সূর্যমুখী তৈল হৃদ রোগ প্রতিরোধ করে। তবে বাড়ির আশেপাসে সূর্যমুখী চাষ করলে বন্য প্রানীর উপদ্রব বেড়ে যেতে পারে।
যেহেতু সূর্যমুখী গাছ বড় হয় তাই শিয়াল,সাপ,বেঁজির আবাসস্থল হতে পারে।এক সময় আমাদের দেশে সূর্যমুখী চাষ হতো না।
এখন আমাদের দেশের কৃষকরা সূর্যমুখী চাষ শুরু করেছেন।এ মৌসুমে সূর্যমুখী চাঁরা অবস্থায় দেখা যায়।
রাস্তার পাসে সূর্যমুখী চাষে ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যেতে পারে।তাই সূর্যমুখী চাষের ক্ষেত্রে এসব বিষয় ভেবে নিবেন।
তবে সূর্যমুখী চাষে পরিবেশের ভারসাম্য বৃদ্ধি পাবে।প্রকৃতিক সৌন্দর্য সৃষ্টি হবে।
0 মন্তব্যসমূহ