বরগুনা জেলা প্রধান প্রতিনিধি,আমিনুল ইসলাম আমিনঃ
বন্য লতা-পাতা এবং ঔষধী গাছের কদর বেড়েই চলছে।নিত্য প্রয়োজনে ব্যাবহার করছেন ঔষধি গাছ।সুফল পাচ্ছেন কৃত্রিম ঔষধ থেকে বেশি।পার্শপ্রক্রিয়া নেই।
বরগুনা জেলার প্রায় সব পরিবারেই কম বেশি ঔষধি গাছের ব্যবহার করেন।এ সম্পার্কে এলাকার ফাতেমা বেগম বাশঁখালী নিউজকে বলেন:আমরা সব সময় ঔষধিগাছ ঔষধ হিসেবে ব্যবহার করি।সুফল পাই কোন ক্ষতি করে না।
তারা ব্যবহার করেন তার মধ্যে অন্যতম মাটি সরা।এটি জ্বর এবং সর্দি উপসম করে।এছারা বাসক কলমী শাক,থানকুনি ,দুর্বা রক্ত পড়া প্রতিরোধে।জবা তেল টাক প্রতিরোধে ইত্যাদি।
তারা এটিকে সস্তা উপকারী ।পার্শপ্রক্রিয়া মুক্ত বলে ব্যবহারে সন্তষ্ট।তারা ঔষধি গাছ রোপন করছেন।
0 মন্তব্যসমূহ