প্রবাস জীবনে হঠাৎ কালো ছায়াঃআপনার মানবতায় বদলে যাক চকরিয়ার মোজাফফর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
মোজাফফর আলম। বয়স তাঁর ৪৫ বছর। যৌবনকাল পুরোটাই কাটিয়েছেন প্রবাসে। চকরিয়ার পৌর এলাকা পালাকাটার হাশেম মাস্টার পাড়ার এ ব্যক্তি জীবনের শেষ সময়ে এসে মাত্র ৪ বছর আগে বিয়ে করলেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে অতিবাহিত করা সুন্দর সংসারে হঠাৎ কালো ছায়া নেমে আসে। সৌদি আরবে থাকাবস্থায় জানতে পারেন কিডনি বিকল হয়ে যাওয়া। দ্রুত দেশে এসে চিকিৎসা নিতে গিয়ে চমকে যাওয়ার মতো। শরীরে থাকা দুই কিডনিই বিকল, সাথে যোগ হলো হার্টের অসুখও। প্রবাস জীবনের আয় রোজগার দিয়ে সাধ্যমতো চিকিৎসাও করিয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত থেরাপির প্রয়োজনীয় টাকার যোগান দিতে গিয়ে অক্ষম হয়ে পড়েছে এ দরিদ্র পরিবার। ৩ বছরের একমাত্র মেয়ে সন্তানের খাবার জোগাড় করা ও অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্ত্রী। তাই তিনি সমাজের বিত্তবান ও মানবতাবাদী সর্বস্তরের লোকজনের কাছে তাঁর অসুস্থ স্বামীকে বাঁচাতে মানবিক আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন, 
রোগীর মোবাইল নাম্বার- ০১৮২১০১৯৩৭৪, ০১৭৭০৬৪৯১৯১। 
দু’টো ফোনেই পার্সোনাল বিকাশ রয়েছে। এছাড়া একাউন্টের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন- ইসলামী ব্যাংক, চিরিঙ্গা শাখা, চকরিয়া;
একাউন্ট নাম্বার- ২০৫০১৪১০২০০৯৪২০০৯।
সংবাদ প্রেরক
পরিবারের পক্ষে-
আনোয়ার ফারুক
০১৭৪৩-৩৪৪৮৯৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ