ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নে শিক্ষা উপকরন ও সেলাই মেশিন বিতরন করা হয়


বিএন ডেস্কঃ
ফেনীর সোনাগাজীতে বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক খোকনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন এবং গরীব ও দুস্থ মহিালাদের মাঝে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রী শাহেদা আক্তার পূর্ণিমা। পূর্ণিমার গান শুনে হারমনিয়াম কেনার জন্য নগদ পাঁচ হাজার টাকা পুরষ্কার দেন সোনাগাজী পৌর মেয়র। প্রধান অতিথি পূর্ণিমার গানে মুগ্ধ হয়ে ২০হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।
বুধবার সকালে ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক খোকনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গির আলম সরকার, বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী-দাগনভূঞা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।


ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেলে সঞ্চালনায় বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, বাংলাভিশন টিভি’র ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, চরদরবেশ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন এবং গরীব ও দুস্থ মহিালাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ