স্ট্যান্ডার্ড ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান বাঁশখালীতে

বি,এন ডেস্কঃ
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে বাঁশখালীতে ১৩০ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে গতকাল ৭ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী। চন্দনাইশ বাগিচা হাট স্ট্যান্ডার্ড ব্যাংক শাখা ব্যবস্থাপক শাসন বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকের হোছাইন, উপাধ্যক্ষ বশির উদ্দীন আহমদ কনক, ইউপি সদস্য দিদারুল আলম, পাহাড়তলী শাখা ব্যবস্থাপক লুৎফুর রহমান, গুণাগরী শাখার ব্যবস্থাপক সাজ্জাত সালামসহ নগরীর ও জেলার বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ। ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুকে যেন শিক্ষার উপর্যুক্ত পরিবেশ তৈরি করে দেয়া হয়। নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারলেই প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মা তৈরি হবে।
সুত্রঃদৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ