চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগেরর মেধাবী ও সৃজনশীল ছাত্রনেতা আতাউল্লাহ আল আজাদ গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগেরর মেধাবী ও সৃজনশীল ছাত্রনেতা আতাউল্লাহ আল আজাদ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে বাঁশখালীর এতিহ্যবাহী নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত ০৭ মার্চ বাঁশখালী থেকে চট্টগ্রামে ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয় । চট্টগ্রামের পথে অপ্রত্যাশিতভাবে আতাউল্লাহ আল আজাদের মোটরসাইকেল সাথে সিএনজি সংঘর্ষ হয় । তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হয়।
দক্ষিণ চট্টগ্রামেরর ঐতিহ্যববাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আলী হোছাইন আলী ( Ali HM) ফেসবুকে লিখেছেন, দক্ষিণ চট্টগ্রামের ছাত্রসমাজের নয়নমণি, আমার আস্তা, ভরসা ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল, রাজপথে-আন্দোলন-সংগ্রামে পরিচিতি মুখ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জননেতা খোরশেদ আলম খোরশেদ ভাইয়ের পরীক্ষিত কর্মী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগেরর কর্মীবান্ধব ছাত্র নেতা আতাউল্লাহ আল আজাদ অসুস্থ। চিকিৎসাধীন আছে, প্রিয় নেতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ